ইতালি থেকে ফেরা ১৫২ জন আশকোনা হজ্বক্যাম্পে

ছবি: google.com

ইতালি থেকে আজ রোববার সকালে আরও ১৫২ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। গতকাল শনিবারের মতো তাঁদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন। সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালিফেরতরা দেশে আসেন।

গতকাল শনিবার ১৪২ জন ইতালিফেরতকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তাঁদের কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। হজ ক্যাম্পে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

সূত্র : প্রথম আলো


Section Background